Monday , 30 December 2024
ব্রেকিং নিউজ
gaza--

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ২৫,৪৯০

গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলা এখনো চলছে। গত ২৪ ঘণ্টায় ১৯৫ জন নিহত এবং ৩৫৪ জন আহত হয়েছে। এতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৪ শ ৯০ জনে। পাশাপাশি এ সময় আরো ৬৩ হাজার ৩শ ৫৪ জন আহত হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে।

তেল আবিবের মতে, সেই হামলায় ১ হাজার ২শ জন নিহত হয়েছে।

এদিকে জাতিসংঘের মতে,গাজার প্রায় ৮৫ % বাসিন্দ ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে। সূত্র :আনাদোলু এজেন্সি

২৪ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

gaza-

হিজবুল্লাহর নজিরবিহীন রকেট হামলা,হাসপাতালে ৩ হাজার ইসরায়েলি

লেবাননের সশস্ত্র প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ কামিকাজে ড্রোনের একটি স্কোয়াড্রন দিয়ে ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *