Monday , 16 September 2024
agriculture ==
ফাইল ছবি

কৃষিতে উৎপাদন করাই বড় চ্যালেঞ্জ : কৃষিমন্ত্রী

কৃষিতে উৎপাদন করাই বড় চ্যালেঞ্জ – রোববার সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন,‘আমরা যদি উৎপাদন না করতে পারি তাহলে বাজার কিভাবে দখল করব,মূল্য কিভাবে নিয়ন্ত্রণ করবো কিভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব।’

বাজার সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন,‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদেরকে কিভাবে ক্র্যাশ করতে হবে, সেটার পদ্ধতি বের করতে হবে। কাউকে গলা টিপে মারার সুযোগ নেই আমাদের। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে।’

তিনি আরও বলেন,‘কৃষকদের উন্নতির জন্য সাধ্যের মধ্যে যা যা করার তা করা হবে। আমি আগে বুঝে নিই, তারপর ঠিক করব কোন কাজগুলো অগ্রাধিকার দিয়ে করবো।’

নিজেকে কৃষকের মানুষ উল্লেখ করে তিনি বলেন,‘আমি পেশায়-নেশায় সবকিছুর মধ্যে কৃষক। ‌লেখাপড়া করেছি, অধ্যাপনা করেছি, পিএইচডি ডিগ্রিও আমি নিয়েছি। সবকিছুতেই মোটামুটি টাচ দিয়ে এসেছি। চিফ হুইপ ছিলাম, সব মন্ত্রণালয়ের সঙ্গে একটিভিটি ছিল আমার। তারপরও বলবো আমি এখনো শিখছি। শেখার শেষ নেই। আমি শিখেই কাজ করতে চাই।’

তিনি আরও বলেন,‘এটি অবশ্যই একটি বড় মন্ত্রণালয়। আমাদের কৃষকদের উন্নতির জন্য যা প্রয়োজন, আমাদের ক্ষমতার মধ্যে যা আছে করবো। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা,উদ্যোক্তারা সবাই মিলে যদি কাজ করি,এর রেজাল্টও কিন্তু আমরা পাব।’

কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন,‘চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই তো আমাদের জীবন। কোন কাজ চ্যালেঞ্জ মোকাবেলা না করে ফলাফল অর্জন করা যায় না।

এটা একটা বড় মন্ত্রণালয়। এখানে কাজের পরিধিও বেশি। আশা করি মন্ত্রণালয়ের সবাই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা থাকলে কাজ কেন করা যাবে না? নিশ্চয়ই আমি সবার অভিজ্ঞতাকে ক্যাশ করার চেষ্টা করব।’

১৪ জানুয়ারি ২০২৩
এজি

এছাড়াও দেখুন

dr-660x330

তিস্তার পানি বণ্টনের বিষয়টি সমাধান হওয়া উচিত: অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *