Monday , 9 September 2024
Barshik-

চাঁদপুরে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা

বার্ষিক ২০২৩-২৪ গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প প্রস্তাবনা ২০২৪-২৫ প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র,চাঁদপুরের সম্মেলন কক্ষে কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মো.জুলফিকার আলী।

তিনি তার বক্তব্যে বলেন,‘ বাংলাদেশ নদী কেন্দ্রিক দেশ। দেশে অধিকাংশ মানুষ মৎস্যজীবির সাথে জড়িত। মৎস্য রপ্তানিতর বাংলাদেশ এক ধাপ এগিয়েছে। চাঁদপুরকে ইলিশের বাড়ি করকে আমরা কাজ করেছি, কিন্তু সারাবিশ্বে পরিচয় করেছেন চাঁদপুরের সাংবাদিকরা। আজকে কর্মশালায় ১৭টি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয়েছে । ‘

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.আমিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মো.আহসান হাসিব খান,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড.মো.অনিছুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তা রোমানা ইয়াছমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.রবিউল আউয়াল।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা, নোয়াখালী,লক্ষীপুর জেলার মৎস্য কর্মকর্তারা। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি মো.মাহমুদুল হাসান।

১৩ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *