Wednesday , 18 September 2024
kachua--

কচুয়ায় ৫টি ক্লিনিকে অভিযান ৬০ হাজার টাকা জরিমানা

কচুয়া উপজেলায় লাইসেন্স বিহীন, নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হাসানের নেতৃত্বে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নাকের ডগায় মনোয়ারা ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালক মো.মোরশেদ আলম সুমনকে ১০ হাজার টাকা, কচুয়া সান মেডিকেল সেন্টারকে ২০ হাজার টাকা,কচুয়া সিটি প্যাথ ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালক ফেরদৌসী বেগম রিনাকে ১০ হাজার টাকা,আব্দুল হাই ডিজিটাল মেডিকেলকে ১০ হাজার টাকা ও মহিউদ্দিন ডিজিটাল সেন্টারের পরিচালক মহিউদ্দিনকে ১০ হাজার টাকাসহ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এসময় অভিযান চলাকালে সঠিক কাগজপত্র না থাকায় কচুয়া মেডিনোভা ডায়াগণষ্টিক সেন্টারে তালা দিয়ে পালিয়ে যায় কর্তৃপক্ষ।

এ ছাড়া লাইসেন্স ত্রুটিযুক্ত ডায়াগণষ্টিক সেন্টারকে দ্রুত লাইসেন্স নবায়নের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা.রাজন কুমার দাস,উপজেলা স্যানিটারি কর্মকর্তা আহসান উল্যাহ তালুকদার,কচুয়া থানার এসআই মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

কচুয়া

কচুয়া’র নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *