Monday , 9 September 2024
khacha

কচুয়ায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কচুয়া পৌরসভার কড়ইয়া বটতলা এলাকায় বর্ণাঢ্য আয়োজনে ও উৎসব মূখর পরিবেশে হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে কচুয়া পৌরসভার আয়োজনে এ মেলায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.সেলিম মাহমুদ।

কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা নওসের আলম নসুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, আহসান হাবিব জুয়েল,কামাল হোসেন গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক ডা.মাসুদুর রহমান বাবুল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক, কাউন্সিলর তাজুল ইসলাম রাজু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন,পৌর যুবলীগের সহ-সভাপতি ফারুক হোসেন গাজী, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজীব,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দুরন্ত ইব্রাহীম প্রমুখ।

পরে মেলা আয়োজক কমিটির সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, মেলা আয়োজক কমিটির পরিচালক আলম খানসহ অতিথিবৃন্দ মেলায় প্রায় শতাধিক স্টল পরিদর্শন করেন।

৫ ফেব্রুয়ারি ২০২৪

এজি

এছাড়াও দেখুন

কচুয়া

কচুয়া’র নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *