Monday , 9 September 2024
চাঁসক --অলিম্পিয়াড =

চাঁদপুরে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড

“স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য” এ স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও ৫ শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রথম অনুষ্ঠিত হয়েছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪।

শুক্রবার ২৮ জুন সকাল ১০টায় খুবই মনোরম পরিবেশে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো.আবদুর রহমান,শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা রূপক রায়, চাঁদপুর জেলা বন কর্মকর্তা মো.তাজুল ইসলাম,অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ এ সময় উপস্থিত ছিলেন।

এরপর চাঁদপুর সরকারি কলেজের শহীদ রাজু ভবনের নীচ ও তৃতীয় তলায় ঘন্টাব্যাপি ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ এর সঞ্চালনায় পরীক্ষা শুরুর পূর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যদেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

সবশেষে কলেজ ক্যাম্পাসে আয়োজকদের পক্ষ থেকে গাছের চারা রোপন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

অলিম্পিয়াডের জেলা সমন্বয়কারি আলম পলাশ বলেন,‘খুবই চমৎকার পরিবেশে এ প্রথম ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল ও পুরস্কর পরবর্তীতে প্রদান করা হবে এবং সময় জানিয়ে দেয়া হবে।’

২৯ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

flood--2

বন্যা পরিস্থিতিতে চাঁদপুর সদরে ১৪টি ইউপিতে ২৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

চাঁদপুর সদরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় চাঁদপুর সদর উপজেলার ১৪ইউনিয়নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গতকাল ২১আগস্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *