২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সেপ্টেম্বর ২৬ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞাপনে জানানো হয়েছে- নির্বাচনি পরীক্ষার ফল আগামি ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।
এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল ২৭ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি পরীক্ষার ফরম পূরণ ১ ডিসেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে।
ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪
এজি