Wednesday , 18 September 2024
dC

চাঁদপুরে ‘ রাসেল’স ভাইপার উপদ্রব প্রতিরোধে করণীয় শীর্ষ ‘ কর্মশালা

চাঁদপুরে রাসেল’স ভাইপার উপদ্রব প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

এসময় তিনি বলেন,‘ সাপে কামড়ালে ওঝা বা বেদে-বেদেনীদের কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যান। উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে সর্পদংশনের বিজ্ঞান সম্মত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সঠিক প্রাথমিক চিকিৎসা, সময়মত ও রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ ও দ্রুত যথাযথ চিকিৎসার মাধ্যমে সর্পদংশনে মৃত্যুর হার বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে। সব জায়গায় হাসপাতালগুলোয় অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, আমরা সাপ দেখলেই ভয় পাই। সাপে কামড়ের চেয়ে হার্ট অ্যাটাকেই মানুষ বেশি মৃত্যু বরণ করে। সাপকে বিরক্তি না করলেই,সাপ কাউকে দংশন করবে না। কোন কারণে সাপ কাউকে দংশন করলে সাপটিকে না মেরে একটি ছবি তুলে রোগীকে নিকতম স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে আসুন, ডাক্তার নির্ধারণ করবে সাপটি বিষধর নাকি, অন্য কিছু। সেই হিসেবে রোগীকে সেবা প্রদান করবে ডাক্তার।

সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাহাদাৎ হোসেনর সভাপতিত্বে প্রজেক্টরের মাধ্যমে রাসেল’স ভাইপার উপদ্রব প্রতিরোধে করণীয় বিষয়বস্তু তুলে ধরেন চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা.নোমান হোসেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমদের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা,চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মাহবুবুর রহমান, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.হুমায়ুন কবির সুমন,শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.মো.মুকবুল হোসেন পাটওয়ারী, মতলব দক্ষণ উপজেলা পরিষদেন চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, ইব্রাহীমপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. কাশেম খান, এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ প্রমুখ।

৩ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Chandpur-dc

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহসীন উদ্দিনের যোগদান

চাঁদপুর জেলা প্রশাসক হিসেব মোহসীন উদ্দিন যোগদান করেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় । নবাগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *