চাঁদপুর জেলা পুলিশ এর আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া থানায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৪ জুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত.এর সঞ্চালনায় ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম-বার।
প্রধানমন্তি অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,‘ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি নির্বাচনে বিতর্কিত আচরণ করেন সেই দায়ভার ব্যক্তিকেই নিতে হবে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’
কচুয়া থানায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিত্ব অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী।
এসময় ব্রিফিং প্যারেড সমূহে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে,, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো.খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো.রিজওয়ান সাঈদ জিকু ‘সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৪ জুন ২০২৪
এজি