Monday , 7 October 2024
মেজর রফিক ==

‘উচ্চ বিলাসী প্রকল্প নয় গরীরের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন : মেজর অব.রফিক

চাঁদপুর জেলা পরিষদের সাথে সাবেক স্বরাষ্ট মন্ত্রী,চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ও সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এর উন্নয়নমূলক স্বমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তিনি বলেছেন,‘উচ্চ বিলাসী প্রকল্প নয় গরীরের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন।’

মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুরে জেলা পরিষদের হলরুমে ‘উচ্চ বিলাসী নয়,গরীবের জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করুন’ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়নমূলক এ স্বমন্বয় সভার আয়োজন করা হয়।

সভায় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার রাস্তা, ব্রিজ,কালবার্ট,মসজিদ,কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার পূর্বে জেলা পরিষদের পক্ষ থেকে সাবেক স্বরাষ্ট মন্ত্রী,মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তমকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটোয়ারীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করেন।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.মনোয়ার হোসেন,শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত,হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো.ইকবাল হোসেন,প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ জেলা পরিষদের সকল সম্মানিত সদস্য এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংসদ সদস্য মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি পাটোয়ারীসহ কর্মকর্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

করেসপন্ডেন্ট ,
১৬ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dc

তথ্য আদান-প্রদানে সরকারি বেসরকারি অফিসে কিছুটা ঘাটতি রয়েছে : ডিসি

“রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ” এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *