Monday , 7 October 2024
-somonnoy-shova

চাঁদপুরে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলার এপ্রিল ২০২৪ মাসের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল রবিবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় সভায় আরও অংশগ্রহণ করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:মনোয়ার হোসেন,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত,চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ।

এসময় চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তর প্রধান,প্রতিনিধি,সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যান্য।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের আন্ত:সমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

২২ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dc

পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে পরিবার: ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *