চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তির এলাকার স্থানীয় সাংসদ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ৭ জুলাই রবিবার সকালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সফলতা দাবি করে বলেন, ‘ পূর্বে মানুষ নানা যন্ত্রণা ভোগ করতেন- তা দূর করেছেন জননেত্রী শেখ হাসিনা। আগে হাজীগঞ্জ বাজারে যাওয়ার জন্য দক্ষিণ অঞ্চলের তথা ফরিদগঞ্জ, রামগঞ্জ, লক্ষীপুরের মানুষ নৌকা ও ফেরিতে চলাচল করতে হতো। সেখানে কোটি টাকার সেতু করে দেযার পর আপনাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে। গ্রামে প্রায় বিদ্যুৎ ছিল না সেখানে আজ শতভাগ বিদ্যুৎ সেবার মাধ্যমে মোবাইল, কম্পিউটার ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। সরকারের চলমান উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অতীতে আপনারা যেভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন-এ জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সামনের দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’
ঐ দিন হাজীগঞ্জ উপজেলার মধ্য বড়কূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, জয়শরা নিশ্চিন্তপুর রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন, পালিশারা কাকৈরতলা পাকা সড়কের শুভ উদ্বোধন ও রাজারগাঁও মহামায়া জিসি রোডের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এ সময় মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সফরসঙ্গী হিসাবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন বক্তব্য রাখেন।
হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের নেতা বাবুল পাটোয়ারী, দুলাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুজ্জামান মুন্সী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান লিটন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন,বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল কাজী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ, বীরমুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৭ জুলাই ২০২৪
এজি