পৌরবাসীর দুঃসময়ে হাজীগঞ্জ পৌরসভা সবসময় সবার আগে এগিয়ে আসে। মশা নিধন, কোরবানী পশুর বর্জ চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণ,হাজীগঞ্জ বাজার যানজট নিরসনে পৌর মেয়রের সড়কে নেমে পড়া,দিনের ময়লা দিনে অপসারণ করা নিয়ে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।
উষ্ণতা বা গরমে এবার গাড়িতে করে পানি ছিটিয়ে সড়ক শীতলকণের কাজে নেমেছে হাজীগঞ্জ পৌরসভা।
সোমবারের মতো আজ মঙ্গলবার পোরসভার পানির গাড়িতে করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে পানি চিটাচ্ছে হাজীগঞ্জ পৌরসভা।
এ বিষয়ে পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন জানান,‘ প্রঢন্ড গরমের মধ্যে পিচ ঢালাইয়ের রাস্তা অনেকটাই দ্বিগুণ গরম হয়ে থাকে। তাই রাস্তার গরমটুকু কমিয়ে রাখতে পারলে পথচরীসহ ব্যবসায়ীদের কিছুটা গরম কম লাগবে বলে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। “
৩০ এপ্রিল ২০২৪
এজি