২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ সহ¯্রাধিক শিক্ষার্থী তাদের ৭৫ হাজারেরও বেশী উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
মঙ্গলবার বাসসকে একথা জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। শিক্ষার্বোডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছে। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশী ১২ হাজার ১৭২টি আবেদন জমা পড়েছে।
এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মো.নিজামুল করিম বলেন,‘ আবেদনকৃত উত্তরপত্রগুলো পুন:নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ’
উল্লেখ্য, ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।
২২ মে ২০২৪
এজি