Monday , 7 October 2024
cummilla==

কুমিল্লা বোর্ডের এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদন

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ সহ¯্রাধিক শিক্ষার্থী তাদের ৭৫ হাজারেরও বেশী উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে।

মঙ্গলবার বাসসকে একথা জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। শিক্ষার্বোডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেছে। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশী ১২ হাজার ১৭২টি আবেদন জমা পড়েছে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মো.নিজামুল করিম বলেন,‘ আবেদনকৃত উত্তরপত্রগুলো পুন:নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ’

উল্লেখ্য, ১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩।

২২ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

dG

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ড.মো.আব্দুল হাকিম। একইসঙ্গে আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরটির অতিরিক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *