চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১৯ আগস্ট জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, ‘ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই করোনাকালীন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও মানবিক কাজে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে । জুলাইর গণঅভ্যুত্থানের পর দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকাও প্রশংসনীয়। দেশের রাজনৈতিক শূন্যতায় মানুষের জানমাল রক্ষা, সরকারি স্থাপনা, পুলিশ প্রশাসনের নিরাপত্তা,সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর,ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা,যানজট নিরসনে নিয়োজিত ছাত্র ও স্বেচ্ছাসেবকদের তদারকি, তাদের খাবার ও পানীয় বিতরণসহ ইসলামী আন্দোলন অবিস্মরণীয় কাজের আঞ্জাম দিয়েছেন তা অতুলনীয় । আপনারা সবসময় দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবেন এ আশা আমি ব্যক্ত করছি। ‘
তিনি আরও বলেন, ‘ আমার এ টেবিল সবার জন্য উন্মুক্ত থাকবে, যখন প্রয়োজন মনে করেন স্মরণ করবেন আমরা আপনাদের যথাসাধ্য সেবা দেয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ‘
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা.জয়নাল আবদিন বলেন,‘ বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদেরকে অনেক ছড়ামূল্য দিয়ে দ্বিতীয়বার দেশকে অবমুক্ত করা হয়েছে। যে কারণে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে পুনরায় এই বৈষম্য যেন আপনার নিয়ন্ত্রণাধীন কোথাও প্রতিষ্ঠিত হতে না পারে আমরা সেই আশা ব্যক্ত করেছি ।
যেহেতু আপনি প্রশাসনিকভাবে জেলার অভিভাবক তাই আপনার টেবিল যেন সবার জন্য সমানভাবে উন্মুক্ত থাকে এবং আপনার সাধ্য অনুযায়ী সকলকে সহযোগিতা করবেন এবং একক কোন দলের আধিপত্য যেন পুনঃপ্রতিষ্ঠিত না হয়ে সকলের জন্য সমান সুযোগ বজায় থাকে সেই ব্যাপারে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুই ক্ষমতা পিপাসু দল নয় বরং ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে মানবকল্যাণের জন্য, ক্ষমতার চেয়ার জনগণের সঠিক মেন্ডেটের মাধ্যমে যেদিকেই আসুক না কেন আমরা আমাদের মানবিক কাজ অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তাই এই ব্যাপারে সকল ক্ষেত্রে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী,সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন,জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও.হেলাল আহমাদ,সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী,হাফেজ মাওলানা নাছির উদ্দিন,মো.আবুল বাশার তালুকদার,মাও.আখতার হোসাইন মো.শরীফ মৃধা,মোহাম্মদ রাকিব হোসেন, মো.হাবিবুর রহমান,মো.জাকির হোসেন ও ফরহাদ হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪
এজি