নতুন আয়কর আইন প্রণয়নসহ নানা পদক্ষেপ নেয়ার পরেও কাঙ্ক্ষিতভাবে আয়কর রিটার্ন জমার পরিমাণ বাড়ছে না। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) সূত্র বলছে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) হয়েছে প্রায় ১ কোটি। কিন্তু আয়কর রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৫ লাখ ৪০ হাজার ৪০৬টি।
গত অর্থবছরে আয়কর সেবা মাস শেষে আয়কর রিটার্ন জমার পরিমাণ ছিল ৩০ লাখ ২৮ হাজার। তবে ২০২৩-২৪ অর্থাং চলতি অর্থবছরে জমার সংখ্যা বেড়েছে মাত্র ৫ লাখ। সেবা মাস শেষে কাঙ্ক্ষিত রিটার্ন জমা হয়নি।
২০২৩ সালের ১ নভেম্বর থেকে শুরু হয় আয়কর সেবা মাস, যা এ বছরের ৩১ জানুয়ারি শেষ হয়। এ অর্থবছরের সেবা মাসে এনবিআর থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ৮০০ কোটি টাকা। গত অর্থবছরের সেবা মাসে ছিল ৪ হাজার ৮৯৮ কোটি ৯৩ লাখ টাকা।
৩০ এপ্রিল ঢাকার একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘‘বাংলাদেশের ডমেস্টিক রিসোর্স মবিলাইজেশন-ইমপারেটিভ অ্যান্ড এ রোডম্যাপ’’ শীর্ষক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেছেন, এ অর্থবছরে ব্যক্তিগত পর্যায়ে আয়কর রিটার্নের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘‘২০২০ সালে টিনধারীর সংখ্যা ৬০ লাখ ছিল যা এখন বেড়ে ১.২ কোটিতে উন্নীত হয়েছে। ২০২০ সালে জমা দেওয়া রিটার্নের সংখ্যা ছিল ২১ লাখ যা ৩৯ লক্ষে পৌঁছেছে। আমরা আশা করি এই বছরের শেষে রিটার্নের সংখ্যা অতিক্রম করবে ৪০ লাখ।”
১৩ জুন ২০২৩
এজি