Wednesday , 18 September 2024
KHACHU+ FARID

চাঁদপুরে আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভা

চাঁদপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত কচুয়া ও ফরিদগঞ্জ অবহিতকরণ সভা ১৬ মে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত (কচুয়া ও ফরিদগঞ্জ) অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,বিপিএম,পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কচুয়ার উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ,ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌলি মণ্ডল,এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনসহ চাঁদপুর জেলার সংশ্লিষ্ট আসন্ন উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও প্রার্থীবৃন্দ।

সভায় নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনের মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ,সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে আহ্বান জানানো হয়।

এছাড়াও দেখুন

কচুয়া

কচুয়া’র নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *