চাঁদপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত কচুয়া ও ফরিদগঞ্জ অবহিতকরণ সভা ১৬ মে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত (কচুয়া ও ফরিদগঞ্জ) অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান ।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,বিপিএম,পিপিএম (বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কচুয়ার উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ,ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মৌলি মণ্ডল,এনএসআই উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ মনোয়ার,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনসহ চাঁদপুর জেলার সংশ্লিষ্ট আসন্ন উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ও প্রার্থীবৃন্দ।
সভায় নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনের মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে অবাধ,সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সবাইকে আহ্বান জানানো হয়।