হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ২৫ জুন কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিদায়,মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ,গভার্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন,বিদ্যোৎসাহী সদস্য সাবেক অধ্যাপক স্বপন কুমার পাল,বিদ্যোৎসাহী সদস্য শামসুজ্জামান মুন্সী,প্রতিষ্ঠাতা সদস্য আজিম মজুমদার,অভিভাবক সদস্য এস.এম.আক্তার হোসেন,অভিভাবক সদস্য আবুল কাশেম,শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক নাজমা আক্তার,সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,সহকারী অধ্যাপক সেলিম মিয়া,সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রভাষক আতিকুর রহমান প্রমুখ।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। সভাপতি তাঁর বক্তব্যে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার সময় তাদের করণীয় কী সে সম্পর্কে অবহিত করেন।
তিনি তাঁদেরকে ভালো ফলাফল করে পরিবার,কলেজের সুনাম বৃদ্ধি করার এবং সততা নিষ্ঠার সাথে দেশের কল্যাণে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আবু নোমান মো.মফিজুর রহমান,অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী অধ্যপক তৌহিদা আক্তার।
অনুষ্ঠান শেষে মূল্যায়ন পরীক্ষায় বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা শাখা ও বিএমটি শাখা থেকে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে তাদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
শাখাওয়াত হোসেন শামীম
৯ জুলাই ২০২৪
এজি