Monday , 30 December 2024
chairman

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মর্জিনা আক্তার

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ মর্জিনা আক্তার।

তিনি যশোর বোর্ডে প্রথম নারী চেয়ারম্যান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তার স্থলাভিষিক্ত হলেন। প্রজ্ঞাপনে বলা হয়,বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তারকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হলো।

অধ্যক্ষ মর্জিনা আক্তার যশোর সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন। সেখান থেকে ২০২১ সালের ২৯ নভেম্বর এমএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন হয়। ২০২২ সালের ৮ মার্চ এ কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি।

৩১ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

exam(1)

এসএসসি ২০২৫ এর ফরম পূরণ ১ ডিসেম্বর শুরু

এসএসসি ও সমমানের ২০২৫ সালের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ ১ ডিসেম্বর থেকে শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *