আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে।
এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাত্বায় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোনযোগে চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। খবর আনাদোলু এজেন্সির।
সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোর উদ্দেশ্যে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ী এক টুইটার পোস্টে জানিয়েছেন।
সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, তারা খামিস মুশাত্বার দিকে ধেয়ে আসা একটি ড্রোনের গতিরোধ করে সেটিকে ধ্বংস করেছে।
গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
২০১৪ সালের শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে।
Leave a Reply