মো. মহিউদ্দিন আল আজাদ:
হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় বার নির্বাচিত জননন্দিত পৌর মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন এবং নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের শপথ গ্রহণ (২৬ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ১১টায় চট্রগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হবে। শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। নির্বাচনের পর গত ৮ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়।
গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে পুনরায় দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ. স. ম মাহবুব-উল আলম লিপন।
তিনি ২৩ হাজার ৬ শত ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু পেয়েছেন ১১ হাজার ৫ শত ৫৭ ভোট।
বিজয়ী কাউন্সিলরবৃন্দ হলেন
সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মিনু আক্তার মিনু, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নাজমুন নাহার আক্তার ঝুমু।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডে মোহসিন ফারুক বাদল, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডে সুমন তপদার, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডে কাজী মনির, ৮নং ওয়ার্ডে হাজী মোঃ কবির হোসেন, ৯নং ওয়ার্ডে মোঃ আজাদ হোসেন, ১০নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডে মোঃ সাদেকুজ্জামান, ১২নং ওয়ার্ডে মোঃ শাহআলম।
Share the post "হাজীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ কাউন্সিলরদের শপথ শুক্রবার"
Leave a Reply