বিশেষ প্রতিনিধি।
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী নসরুল্লাহ পাটাওয়ারী বাড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্টে মমিদ- হৃদয় জুটি চ্যাম্পিয়ন এবং প্রান্ত-শাকিল জুটি রানার্স আপ হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পাটওয়ারী বাড়িস্থ ঈদগা ময়দানে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে মোট ৯টি দ্বৈত দল অংশ গ্রহন করে। খেলা পরিচালনা করেন জুনায়েদ রলি তাকে সহযোগিতা করেন পিন্টু।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক এ বাড়ির মুরব্বি জালাল উদ্দিন আহমেদ জন্টু পাটওয়ারী, প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক এবং বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, বিশেষ অতিথি ডা: সাখাওয়াত হোসেন তপন পাটওয়ারী। অনুষ্ঠানে পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম, খতিবসহ এলাকার বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিগণ চ্যাম্পিয়ান, রানার্স আপ ট্রফিসহ খেলায় অংশগ্রহনকারী সকলের হাতে ট্রফি তুলে দেন।
Share the post "মৈশাদী পাটওয়ারী বাড়ি ব্যাডমিন্টন টুর্নামেন্টে মমিদ- হৃদয় জুটি চ্যাম্পিয়ন"
Leave a Reply