গাজী মহিনউদ্দিন:
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আ.স.ম মাহবুব উল আলম লিপনের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা, বিলওয়াই এবং ধেররা গ্রামের হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবাল এবং যুগ্ম-আহবায়ক মো. জাকির হোসেন সোহেলের নেতৃত্বে গণ-সংযোগ করে যুবলীগের নেতৃবৃন্দ।
গণ-সংযোগে উপজেলা যুলীগের নেতৃবৃন্দ আগামী ৩০ জানুয়ারী নৌকা প্রতীকের প্রার্থী আ.স.ম মাহবুব উল আলম লিপনের পক্ষে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম বাবলু, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. মজিবুর রহমান, যুবলীগ নেতা সুমন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হান্নান গাজীপ্রমুখ।
Share the post "হাজীগঞ্জ পৌর নির্বাচনে নৌকার প্রতীকের পক্ষে উপজেলা যুবলীগের গণসংযোগ"
Leave a Reply