চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে শীতার্ত হিজড়াদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
সোমবার দিনগত রাতে চাঁদপুর মডেল থানার হলরুমে ৬০জন হিজড়ার মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। পুলিশ সুপার বলেন, শীতে কিছুটা উষ্ণতার পরশ দিতে পুলিশের পক্ষ থেকে আজকের এ টোকেন অফ লাভ উপহার। আমি সব সময় জেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে কাজ করার এবং পাশে থাকার চেষ্টা করেছি। আমি মনে করি, শীতার্ত মানুষের পাশে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।
বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ, পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম, নতুন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মাসুদ প্রমুখ।
Share the post "হিজড়াদের মাঝে চাঁদপুরের পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ"
Leave a Reply