মোঃ জামাল হোসেনঃ
পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহাররের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।
এ সময় সচিব আরও জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ হবে।
Share the post "শাহরাস্তি পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারিঃ ইভিএমে ভোট গ্রহণ"
Leave a Reply