নিজস্ব প্রতিনিধি:
হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনির হোসেন সাগর ব্যাপক গণ-সংযোগ করেছেন। বৃহস্পতিবার ৪নং ওয়ার্ডের মকিমাদ গ্রামের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সকাল ৮টা থেকে দুপুর ১.৩০ এবং দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের পাড়া মহল্লায় ঘুরে ঘুরে দোকানপাট বাসাবাড়িতে ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং পাঞ্জাবি প্রতীকের লিপলেট বিতরণ করেন।
৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনির হোসেন সাগর তার সমর্থকদের সাথে নিয়ে মকিমাবাদ বলিবাড়ি, মজুমদার বাড়ি, টিপু সুলতান জমিদার বাড়ি, এমরান মাস্টার বাড়ি এবং আশ-পাশের মহল্লার দোকানপাটে ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং পাঞ্জাবি প্রতীকের লিপলেট বিতরণ করেন। এ সময় মনির হোসেন সাগরের মাথায় হাত ভুলিয়ে দোয়া করে দেন বয়স্ক ভোটাররা।
Share the post "হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে কাউন্সিলর প্রার্থী মনির হোসেন সাগরের ব্যাপক গণ-সংযোগ"
Leave a Reply