আন্তর্জাতিক ডেস্ক:
উত্তরপ্রদেশে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটের ছাদ ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৭ জনের মৃতদেহ হয়েছে। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। সেখানে আরও অনেকে চাপা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের।
স্থানীয়রা জানান, শ্মশানঘাটে মৃতদেহ দাহ করতে অনন্ত শতাধিকের বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। এখনো ধ্বংসস্তুপের নিচে ৪০ জনের মতো চাপা পড়ে আছেন।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
স্থানীয়দের অভিযোগ, দেড় মাস আগেই শ্মশানের সেই অংশটির নির্মাণ কাজ শেষ হয়েছিল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে।
Share the post "উত্তরপ্রদেশে বৃদ্ধের লাশ দাহ করতে গিয়ে শ্মশানঘাটে মৃত্যু ১৭ জনের"
Leave a Reply