নিজস্ব প্রতিবেদক:
দেশে বইছে নির্বাচনী হাওয়া।এর মধ্যে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ধাপের তফসিলও ঘোষণা করা হয়েছে আজ ২ ডিসেম্বর।
আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৬১টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার (২ ডিসেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
দুই তফসিলের কোনিটিতেই চাঁদপুর জেলার নির্বাচনের বাকী ৫টি পৌরসভার কোন পৌরসভারই তফসিলে নেই।
আজ তফসিল ঘোষনার পর থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ জেলার কোন পৌরসভার তফসিল হয়েছে কিনা নতুনেরকথা কার্যালয়ে ফোন করে জানতে চায়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
ইসি সচিব জানান, ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ইভিএম এবং ৩২টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।
একই জেলার একাধিক পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে মো. আলমগীর বলেন, ‘ব্যালট এবং ইভিএম ব্যবহারের ক্ষেত্রে আমরা বিবেচনায় নিয়েছি যে, একটি জেলায় একইসঙ্গে ব্যালটে এবং ইভিএমে ভোট হবে।
Share the post "দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে নেই হাজীগঞ্জ পৌরসভার তফসিল"
Leave a Reply