চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩০টি বাই সাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১টার সময় ইউনিয়ন পরিষদের উদ্যোগে কাকৈরতলা জনতা কলেজের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থেকে এই স্যানেটারি ন্যাপকিন বিতরণ ও ছাত্রীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির আশংকা রয়েছে। তাই করোনাভাইরাস প্রতিরোধে আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সচেতনতা বাড়াতে হবে। আমি সচেতন হলে, আমার পরিবার সচেতন হবে। আর পরিবার সচেতন হলে এমনিতেই সামাজিকভাবে সবাই সচেতন ও দায়িত্বশীল হবে।
তিনি কৈশোরকালীন বিভিন্ন দিক তুলে ধরে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বয়সন্ধিকালে কোন ধরনের লজ্জা নয়, এটি সচেতনতার বিষয়। আমাদেরকে (মেয়ে) সুস্থ থাকতে হলে এবং ভবিষ্যতে নিরাপদ মাতৃত্ব টেকসইকরণে বয়সন্ধিকালের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতন হতে হবে। কোন ধরেন সমস্যা হলে মায়ের সাথে শেয়ার করবে। প্রয়োজনে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবে।
মেয়েদের আর পিছে ফিরে তাকানোর সুযোগ নেই উল্লেখ করে বৈশাখী বড়ুয়া ছাত্রীদের বলেন, নিচু নয় মাথা উঁচু করে দাঁড়ানোর সময় ও সুযোগ এসেছে। কারণ সরকার সবধরেন সুযোগ তৈরি দিয়েছে এবং দিচ্ছে। সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। আগামি দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব তোমরাই দিবে। তাই তোমাদেরকে এই সময় (কৈশোরকালীন) থেকেই স্বাস্থ্য সচেতন হতে হবে এবং বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাজার সুনির্মল দেউড়ি, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী, হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুহা. মুরতেজা কামাল, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমূখ।
অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন ইউপি সদস্য ও সাবেক ছাত্র নেতা ফিরোজ আহমেদ হীরা এবং প্রভাষক মোজাম্মেল হক কাজল।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্যানিটার ন্যাপকিন ও বাই সাইকেল বিতরণ করা হয়।
Share the post "গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ"
Leave a Reply