ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে আজম খান নামের ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। তার চাচা মো. রিপন হোসেন পানিতে ডুবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। হতভাগ্য শিশু আজম খান ওই গ্রামের মাদ্রাসা বাড়ীর মাছুম বিল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার শিশু আজম খান খেলাধুলার একপর্যায়ে সকলের অগোচরে পার্শ্ববতী পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পানি থেকে উদ্ধার করে মেঘদাইর কেয়ার প্যাথলজি এ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুপদ দে জুয়েল তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply