কচুয়া প্রতিনিধি:
ফ্রান্সের রাষ্ট্রীয় তৎপরতায় মানবতার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে কচুয়া বহ্নিশিখা সামাজিক সংগঠনের উদ্যেগে আজ শনিবার বাদ আসর কচুয়া ১০ নং ইউনিয়ন অফিস প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বহ্নিশিখা সামাজিক সংগঠনের সভাপতি নাদের শাহ এর সভাপতিত্বে বিক্ষোভপূর্ব ও পরে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন, বহ্নিশিখা অন্যতম প্র আলহাজ্ব নাছির উদ্দীন মাহমুদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ফখরুল ইসলামসহ প্রমুখ
ভাষনে বক্তারা বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাঁকে ব্যঙ্গ করে অশ্লীল কার্টুন প্রদর্শন করে ফ্রান্স সরকার যে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে। এ ধরনের দাম্ভিকতা প্রিয় নবীর ইজ্জতের উপর চরম আঘাত হেনেছে।
তারা বলেন, সর্বস্তরের মুসলমানের উচিত নবীর ইজ্জত হরনকারীর সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। এজন্য ফ্রান্সের সমস্ত পণ্যকে বয়কট করে তাদেরকে ক্ষমা চাইতে চাপ প্রয়োগ করা ঈমানী দাবি।
তারা বলেন, সরকারের উচিত জাতীয় সংসদে ফ্রান্স সরকারের এহেন নেক্কারজনক কর্মকাণ্ডের জন্য নিন্দা পাশ করা।
Share the post "বিশ্বনবীর অবমাননা করায় ফ্রান্সের বিরুদ্ধে বহ্নিশিখার বিক্ষোভ অনুষ্ঠিত"
Leave a Reply