নিজস্ব প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এসময় কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। নিত্য প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকার সিদ্ধান্ত গৃহিতের পরেও হাজীগঞ্জ বাজারে সকাল ৯ থেকে বিকেল পর্যন্ত নিত্য প্রয়োজনীয় দোকানে নারী পুরুষের প্রচণ্ড ভীড় লক্ষ করা গেছে। অনেকে একে ঈদের বাজার করা হচ্ছে বলে ফেইসবুক (সামাজিক যোগাযোগ) মাধ্যমে উস্মা প্রকাশ করছে।
সকাল ১১টার সময় দেখা যায়, নারী পুরুষের কারণে বাজারে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। টোরাগড় পৌরভবনের সম্মুখ থেকে পশ্চিম বাবার চৌরাস্তা পর্যন্ত যানজট। গাড়ী চালানোর কোন পথই নেই। যেনো পুরো বাজারই মানুষের দখলে। এ সময় যানজট নিরসনে ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে যানজট নিরসনে কাজ করতে দেখা গেছে।
Share the post "হাজীগঞ্জে বাজারের নিত্য প্রয়োজনীয় দোকানে প্রচণ্ড ভীড়, যানজট"
Leave a Reply